বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

তাহিরপুরে ৪২৫ কেজি পোনা মাছ অবমুক্ত

সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদী, পুকুর ও শনির হাওরে ৪২৫ কেজি পোনা মাছ অবমুক্ত হয়েছে।

২০২৩—২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় শুক্রবার দুপুর ১২টায় বৌলাই নদী, উপজেলা পরিষদের দুইটি পুকুর ও শনির হাওরে পোনা মাছ অবমুক্ত করেন তাহিরপুর নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শামছুল করিম, নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইউসূফ আলী, সিএনআরএস’র ফ্যাসিলেটেটর মিজানুর রহমান প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version