তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজনগরের টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের পংকি মিয়ার ছেলে টেংরা ভটের দীঘিতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, উপজেলার টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের পংকি মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৫) টেংরা শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্র। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের মাঠে খেলাধুলা শেষে পার্শ্ববর্তী ভটের বাড়ির দীঘিতে গোসল করতে যায়। সাঁতার না জানার কারণে এক পর্যায়ে দীঘির পানিতে সে তলিয়ে যায়। এ সময় তার সাথে থাকা অন্য ছেলেরা আশপাশের লোকদের খবর দিলে স্থানীয় লোকজন এসে তাকে দীঘি থেকে উদ্ধার করে। পরে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেয় থানা পুলিশ। এ ব্যাপারে রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি জেনেছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেব। একারনে সৎকার করার জন্য কোন বাঁধা নেই।