দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বেআইনিভাবে রাস্তার পাশে ভ্যান গাড়ি রেখে মালামাল বিক্রি, যত্রতত্র পার্কিং করবেন না। প্রতিষ্ঠান কিংবা অফিসের সম্মুখে রাস্তায় বেআইনিভাবে পার্কিং ট্রাফিক ব্যবস্থাপনা মারাত্মকভাবে ব্যাহত করছে। বেআইনি পার্কিং বন্ধ করুন। পুলিশের সেবা নিন।

এভাবেই শহর এলাকায় অবৈধ ও বেআইনিভাবে রাস্তার উপর গাড়ি পার্কিং বন্ধে মাইকিং প্রচারণা শুরু করেছে মৌলভীবাজার জেলা ট্রাফিক পুলিশ বিভাগ।
মৌলভীবাজার ট্রাফিক পুলিশের ইনচার্জ এনামুল হক জানান, নতুন পুলিশ সুপারের মোঃ মনজুর রহমানের নেতৃত্বে এক সপ্তাহ পর শহরের বিভিন্ন সড়কে অভিযান চালানো হবে।

মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনবহুল এবং যানবাহন চলাচলের রাস্তায়, রাস্তা ও ফুটপাত দখল করে ভ্যানগাড়ীতে সকল প্রকার মালামাল বিক্রয় না করা, ফিটনেসবিহীন যানবাহন এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক যেন কোন প্রকার যানবাহন নিয়ে রাস্তায় বের না হন, হেলমেট ও রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল না চালানো, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে কোন ধরনের অবৈধ পার্কিং না করা,শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে কোন অবস্থায় যানবাহন ঘুরানো এবং পার্কিং না করা।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ট্রাফিক শৃঙ্খলা ও আইন বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগীতা কামনা করছে জেলা ট্রাফিক পুলিশ বিভাগ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version