দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

সারাদেশের ন্যায় যশোরেও নানা আয়োজনে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ আগস্ট ) সকালে শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে যথাযোগ্য শ্রদ্ধা ও ভালোবাসায় বিভিন্ন সরকারি-বেসরকারি ও সেবা প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকালে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব, সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ, যশোর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ, যশোর মেডিকেল কলেজ সমিতি, স্বচিপ, সার্জন ওয়েলফেয়ার সোসাইটি, যশোর সরকারি এমএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা যুবলীগের পক্ষে সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা ছাত্রলীগের সাভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক কাজী নওশাদ পল্লবের নেতৃত্বে ছাত্রলীগ, ছাত্রলীগ এম এম কলেজ শাখা, যশোর সরকারি সিটি কলেজ, ছাত্রলীগ সিটি কলেজ শাখা, জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ, প্রেসক্লাব যশোরের পক্ষে জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়ন, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষা ও প্রকৌশলী অধিদপ্তর, সড়ক ও জনপথ, জেলা মাদক নিয়ন্ত্রক অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, এল.জি.ই.ডি, জেলা ডাক বিভাগ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা গণপূর্ত অধিদপ্তর, জেলা সামাজিক বন বিভাগ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা কৃষিবিদ ইনস্টিটিউট, সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি- ১, বিআরটিএ যশোর, জেলা পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস যশোর, জেলা প্রাণি সম্পদ বিভাগ, যশোর বিমানবন্দর, যশোর সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস, শিল্পকলা একাডেমি, জয়তী সোসাইটি, জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, উপশহর কলেজ, যশোর কালেক্টারেট স্কুল, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, যশোর সরকারি কলেজ, হামিদপুর আল হেরা কলেজ, যশোর পলিটেকনিক ইন্সটিটিউট, মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনেলজি, নবকিশলয় স্কুল, বিমান বন্দর মাধ্যমিক বিদ্যালয়, যশোর আমিনিয়া কামিল মাদ্রাসা, আশা যশোর, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক লিমিটেড, জাগরণী চক্র ফাউন্ডেশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version