বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

ডিমলায় শোক দিবস উপলক্ষে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) কর্তৃক নীলফামারীর ডিমলায় গরীব দুস্থদের মাঝে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫-আগস্ট) সকাল সারে ১১ টায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর ব্যবস্থাপনায় উপজেলার বালাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা শোভানগঞ্জ মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় সহস্রাধিক সীমান্তবর্তী গরীব, দুস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)’র কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক ওমর খসরু।

চিকিৎসা সেবা কর্মসূচিতে রংপুর থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সৌমিত্র রায়, মেডিসিন বিশেষজ্ঞ এন,এম নাজমুছ সাদিক ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক তাহমিনা ইয়াসমিন (পিংকি)’র চিকিৎসা ব্যবস্থাপনায় ক্যাম্পেইনে ১ হাজার জন দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ প্রদান করা হয়। এসময় বালাপাড়া বিজিবি’র কম্পানী কমান্ডার নায়েক সুবেদার ওয়াহেজ্জামান, শোভানগঞ্জ মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সহ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version