Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

মনিরামপুরে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‍্যালি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

সারাদেশের ন্যায় যশোর জেলার মনিরামপুর উপজেলায় ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের স্মরণে ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‍্যালি সহকারে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়।

আজ মঙ্গলবার (১৫ই আগষ্ট) সকালে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে মনিরামপুর উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মনিরামপুরের গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহ-সভাপতি, সিটি প্লাজা যশোর এর চেয়ারম্যান, জননেতা জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলী।
পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগের পুরাতন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।

বক্তব্য রাখেন নাজমা খানম, চেয়ারম্যান, মনিরামপুর উপজেলা; আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, আওয়ামীলীগ নেতা হাসেম আলী, সুব্রত ব্যানার্জী, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, দূর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী মাযহারুল আনোয়ার, নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স.ম. আলাউদ্দীন, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর কাউন্সিলর আইয়ুব পাটোয়ারী, কুদ্দুস, যুবলীগ নেতা শিপন সরদার, মহিলানেত্রী আসমাতুন্নাহার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি, সহ-সভাপতি মাহাবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণময় কর্মজীবন নিয়ে আলোচনা শেষে তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।

Exit mobile version