মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

হঠাৎ বোমা সতর্কতায় আইফেল টাওয়ার প্রাঙ্গণ খালি

ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারে হঠাৎ বোমা সতর্কতায় পুরে টাওয়ার প্রাঙ্গণ খালি করে ফেলা হয়। শনিবার এ ঘটনার পর আবার দর্শনার্থীদের জন্য টাওয়ার এলাকা খুলে দেওয়া হয়েছে। ফ্রান্স বিএফএমটিভির বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানায়।

দ্রুততম সময়ের মধ্যে আইফেল টাওয়ার এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। টাওয়ার সংলগ্ন সড়কগুলোর গাড়িও অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়।আইফেল টাওয়ারের দেখভালের দায়িত্বে থাকা কোম্পানি এসইটিই’র একজন মুখপাত্র বলেন, ‘এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এটি তেমন ঘটে না বললেই চলে।’

পুরো টাওয়ার প্রাঙ্গণ খালি করে ফেলার দৃশ্য বিরল, তবে এবারই প্রথম নয়। ২০১৯ সালে আইফেল টাওয়ার এলাকা খালি করে ফেলা হয়, কারণ একজন লোক জীবনের ঝুঁকি নিয়ে টাওয়ারের উপরের দিকে উঠছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

Exit mobile version