দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আরিফুর রহমান ,ঝালকাঠি।।
এই বয়সে যেখানে সংসার করার কথা, সেখানে শুয়ে শুয়ে জীবন কাটছে তার। চলাচলে অক্ষম, পারেন না দাঁড়াতে। এক দিন নয়, দুই দিন নয়— এমন কষ্ট ৩৫ বছর ধরে। বৃদ্ধ মায়ের কোলে ভর করেই তাকে দেখতে হয় দুনিয়া।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পৌর এলাকার প্রতিবন্ধী যুবক মো. জুয়েল হাওলাদারের (৩৫) অবস্থা এমনটাই করুণ। তার বৃদ্ধ মা ফরিদা বেগমই এখন তার একমাত্র ভরসা।

পৌরসভার বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন ফরিদা ও তার ছেলে। ফরিদার আরও দুই ছেলে আছেন। একজন দিনমজুরি করেন, আরেকজন সুগন্ধা নদীতে ট্রলার চালান। অভাবের কারণে তারাও পুরো ভরণপোষণ দিতে পারেন না।

সন্তান সুস্থসবল ও কর্মঠ হোক, এ চাওয়া প্রত্যেক মা-বাবার। সন্তান বড় হবে, আয়-রোজগার করবে, মা-বাবা বৃদ্ধ বয়সে সন্তানের যত্নে থাকবে, এটাও মা-বাবার চাওয়া। কিন্তু উল্টো যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করতে হচ্ছে ফরিদা বেগমকে।

ফরিদার স্বামী আবদুল হক হাওলাদারের মৃত্যুর পর প্রতিবন্ধী সন্তানকে নিয়ে তার পরিবার। অন্যের বাড়িতে কাজ করে সংসার খরচ জোগান তিনি। পৌরসভা থেকে সরকারি যে ভাতা পান, তা দিয়ে কোনো রকম চলে জোড়াতালির সংসার।

ফরিদা বেগম বলেন, বাবা, নিজের সন্তানের এমন করুণ অবস্থা দেখতে আর ভালো লাগে না। গর্ভের সন্তানকে কি আর ফেলে দিতে পারি? ৩৫ বছর ধরে আমার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে এই কষ্ট।

তিনি আরও জানান, জন্মের চার বছর পর থেকে তার এ অবস্থার শুরু হয়। তার বাবা অনেক আগেই মারা গেছে। বর্তমানে মানুষের বাড়িতে কাজ করে ও সরকারি যে সহায়তা পাই, তা দিয়ে বাজার-সদাই ও বিদ্যুৎ বিল দিই। ২ হাজার ২০০ টাকা বাসাভাড়া দিতে হয়। এর আগে ঢাকার পঙ্গু হাসপাতালে ছেলের চিকিৎসা করেছি। কিন্তু কোনো কাজে আসেনি। যদি ছেলেটাকে ভালো কোনো চিকিৎসা করাতে পারতাম।

ফরিদার প্রতিবেশী শাহিন হাওলাদারের কাছে তাদের বিষয়ে জানাতে চাইলে বলেন, তাদের গ্রামের বাড়ি নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে। তা নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। দীর্ঘদিন ধরে নলছিটিতে বাসা ভাড়া থাকছে।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী ঢাকা মেইলকে বলেন, বৃদ্ধ ও তার ছেলে পৌরসভার বাসিন্দা হয়েছেন। তারা আসলেই কষ্টে জীবন যাপন করছেন। সরকারি সহায়তা যতটুকু সম্ভব তাদের দেওয়া হচ্ছে। তবে তাদের বড় ধরনের কোনো সহযোগিতা দরকার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version