তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন (৫৩) শুক্রবার (১১ আগস্ট) জুম্মার নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বাসিন্দা।
পারিবারিক সুত্রের বরাতে জানা যায়, জয়নাল আবেদীন তারই এক আত্মীয়ের বিয়েতে বরযাত্রী হয়ে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে যান। জুম্মার নামাজ আদায়ের জন্য মুন্সিবাজার জামে মসজিদে প্রবেশ করেন। নামাজ আদায়ের সময় হঠাৎ হার্ট অ্যাটাক হলে মসজিদের ফ্লোরে পড়ে যান। সেখান হতে দ্রুত মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মনবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। নিহত জয়নাল আবেদীনের স্ত্রী নুরজাহান বেগম ব্রাহ্মণবাজার ইউনিয়নের মীর্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
উল্লেখ্য, প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের কর্মদক্ষতায় ২০১৬ সালে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি অর্জণ করে অনস্বীকার্য অবদান রেখে যান।