তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সবজি ক্ষেতের জালে জড়িয়ে আটকে পড়া অজগর সাপটিকে উদ্ধার করেছেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ভোরে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউপির ভূইয়া বাড়ির সবজি ক্ষেতের জালে জড়ানো অবস্থায় একটি অজগর সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

সজল দেব জানান, ভোর বেলা খবর পেয়ে কালাপুর ভূইয়া বাড়ির সবজি ক্ষেতের জালে জড়ানো অবস্থায় অজগর সাপটিকে উদ্ধার করি। ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় খাবারের সন্ধানের জন্য সাপটি এখানে এসে সবজি ক্ষেতের জালে আটকা পড়ে। সময়মতো উদ্ধার করতে না পারলে হয়তো সাপটি মারা যেতো। পরে প্রায় ৯ ফুট লম্বা ও প্রায় ১০ কেজি ওজনের উদ্ধারকৃত অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version