ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের রায়কে সরকারের ফরমায়েশী বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার ( ৮ জুলাই ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিপস) আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার বিরোধী মতকে দমন পীড়নের হাতিয়ার হিসেবে আদালতের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলায় দন্ড দিয়ে রায় প্রদান করছে। যেন সরকারের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করতে না পারে। চলমান উন্নয়নের নামে লুটপাট হচ্ছে বলে তিনি বলেন, যতই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও রায় প্রদান করা হোক না কেন, বিএনপির একদফা আন্দোলনে সরকারের পতন হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডা: জোবাইদা রহমান এর বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক প্রহসনের ফরমায়েশী রায়ের মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্র আরেকবার প্রকাশিত হয়েছে। অবিলম্বে রায় প্রত্যাহারের দাবি জানান। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর আয়োজনে প্রতিবাদ সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই আলম, এডভোকেট আবেদ রাজা, শহীদুল ইসলাম মিলন, লায়ন মিয়া মোঃ আনোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন একেএম আবুল কালাম আজাদ, কে এম রকিবুল ইসলাম রিপন, নজরুল ইসলাম জুয়েল, আরিয়ান আনোয়ার, মাসুমা আক্তার ও টিপু সুলতান প্রমূখ।