দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ ফখর উদ্দিন আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতাঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন শিল্পকারখানার কারণে উচ্ছেদ হয়ে বৈরাগ ইউনিয়নের বদুলপুড়া গ্রামে এসে আশ্রয় নেয় প্রায় দেড়শতাধিক পরিবার। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করে আসছে এসব পরিবারগুলো। ভারী বর্ষণের ফলে যেকোনো মুহূর্তে পাহাড় ধসের শঙ্কা করছেন স্থানীয়রা। ফলে বহু হতাহতসহ ঘটতে পারে প্রাণহানির ঘটনা এই কারণেই ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে শীঘ্রই অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান আশেপাশের বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বদুলপুড়া গ্রামে পাহাড়ে বসবাসকারীদের যাতায়াতের রাস্তায় একপাশে পাহাড় ধসে পড়ে আছে। ওই পাহাড়িয়া এলাকায় প্রায় দেড় শতাধিক পরিবারের বসবাস রয়েছে। তারমধ্যে অনেকগুলো পরিবার খুবই ঝুঁকিপূর্ণ।

সেলিনা বেগম নামের পাহাড়ে বসবাসকারী এক বাসিন্দা জানান, আমরা ঝুকিপূর্ণভাবে অনেকগুলো পরিবার এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। গতকাল স্থানীয় মেম্বার এসে মার্কিং করে সতর্ক করে গেছে। এখন বিকল্প বাসস্থান না ফেলে কোথায় যাবো আমরা।

হাসান নামের আরেক বাসিন্দা বলেন, বৃষ্টি পড়লে স্থানীয় জনপ্রতিনিধিরা এসে পরিদর্শন করে যায় তবে এছাড়া তো আমাদের আর থাকার জায়গা নাই।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ মোরশেদ জানান, বদুলপুড়া গ্রামে পাহাড়ের বসবাসকারীরা দীর্ঘ একযুগের বেশি সময় ধরে বসবাস করে যাচ্ছে। বৃষ্টির মধ্যে প্রতিদিন আমি একবার গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছি, তাদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

স্থানীয় ১নং বৈরাগ ইউনিয়ন চেয়ারম্যান নোয়াব আলী বলেন, এমনিতে কোনো সমস্যা না হলেও বৃষ্টির দিনে একটু ঝুঁকি থেকেই যায়। যার কারণে ওখানে বসবাসকারীদের মাইকিং করে সতর্ক করা হয়েছে এবং আমি নিজেও গিয়ে পরিদর্শন করি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। এই নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা হয়েছে এবং ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি দেখবাল করার। এবং তাদের সতর্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version