‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক কর্মশালা রবিবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী পৌরসভার সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মাধ্যমের দশজন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
সকালে এর উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান।
সম্মানিত আলোচক হিসেবে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের তাহমিন হক ববি এবং সাধারণ সম্পাদক ও আরটিভির হাসান রাব্বী প্রধান বক্তব্য দেন।
বাংলাদেশ টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি নূর আলম ফেইক নিউজ, গুজব, ভুল তথ্য, কুতথ্য, অপতথ্য ও প্রোপাগান্ডা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপনা করেন।
এছাড়াও ফ্যাক্ট চেকিং, ফ্যাক্ট চেকিংয়ের শর্ত, ভুয়া ওয়েবসাইট যাচাই, টেক্সট ও তথ্য যাচাই, ছবি যাচাই, স্মার্ট ফোনের ছবি যাচাই, ভিডিও যাচাই, ফেসবুক সার্চসহ বিভিন্ন বিষয়ের উপর ধারণা দেয়া হয়।
সমাপণী অনুষ্ঠানে অভিজ্ঞতা তুলে ধরেন ঢাকা পোষ্টের শরিফুল ইসলাম ও ডেইলি সানের এম আর রাজু।
সিসিডি নীলফামারী প্রতিনিধি নূর আলম বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় ও ইন্টারনিউজের কারিগরি সহায়তায় সারাদেশে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং নিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এরই অংশ হিসেবে নীলফামারীতে দশজন সাংবাদিককে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।