শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা সফল না হওয়ায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের দাবি, না পেলে আমরণ অনশন-বিটিএ

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর আয়োজনে ১০তম দিনের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা বেসরকারি মাধ্যমিকের শিক্ষকরা।

আন্দোলনের বিষয়ে বিটিএ নেতােরা বলেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা না হলে আমরা আমরণ অনশনে যাব। আমরা মনে করছি, আমাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক। আমাদের দাবি মেনে, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এরপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর-মাউশি। এরপরও আন্দোলনে শিক্ষকদের উপস্থিতি না কমায় গ্রীষ্মের ছুটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে। ডিসেম্বরে নির্বাচনের কারণ দেখিয়ে এই ছুটি বাতিল করা হয়। অথচ ২০১৮ সালে ডিসেম্বরে নির্বাচন হলেও সেসময় গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়নি।

মূলত আন্দোলনকে বন্ধ করার কৌশল হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কোনো কৌশল কাজে দেবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকব।

Share.
Leave A Reply

Exit mobile version