দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আরিফুর রহমান ,ঝালকাঠি।।

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ হাজার ৭০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী ) ওয়ারেচ আলী খান (আনারস) পেয়েছেন ৩ হাজার ৮ ভোট। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন ২৬৯৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার শারমিন আফরোজ জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । কোথাও কোন সংঘর্ষ বা প্রার্থী-ভোটারদের অভিযোগ পাওয়া যায়নি।দুএকটি কেন্দ্র বাদে বাকি গুলোতে বিপুল ভোটে নৌকা এগিয়ে রয়েছে।

পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত ফারুক হোসেন খান ও স্বতন্ত্র প্রার্থী ওয়ারেচ আলী খান।এছাড়া মেম্বার পদে ২৩ জন এবং সংরক্ষিত নারী আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

নির্বাচনে মোট ভোটার ছিল ১২৯৪২জন এরমধ্যে পুরুষের সংখ্যা ৬৭৭৪ জন মহিলার সংখ্যা ৬১৬৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৭১৪জন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version