বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় চীনে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদ হাসানকে (২৪) চাপা দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শিক্ষার্থীকে চাপা দেওয়ার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে বাসটি। পালানোর সময় পথে মেহেদী হাসান পারভেজ (৭) নামে এক শিশুকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।

দ্বিতীয় দুর্ঘটনার পর বাস ও বাসচালককে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস। তিনি বলেন, ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক আরিফকে আটক করা হয়েছে।

অন্যদিকে জাহিদকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার ভাই মো. ইমরান হোসেন বলেন, জাহিদ চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। ঈদের ছুটিতে বাংলাদেশে এসেছিল জাহিদ।

Share.
Leave A Reply

Exit mobile version