পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি)  এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বরিশাল বিভাগের মধ্যে প্রথম পাবলিক (সরকারি) বিশ্ববিদ্যালয় হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই বছর মেয়াদী এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশি হয়েছে।পবিপ্রবির ওয়েবসাইট (www.pstu.ac.bd) , পবিপ্রবি ইএমবিএ প্রোগ্রাম অফিস অথবা বরিশাল ইএমবিএ প্রোগ্রাম অফিস থেকে  আবেদনপত্র সংগ্রহ করতে পারবে। ২০ জুলাই ২০২৩ এর মধ্যে ইএমবিএ প্রোগ্রাম অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।

শিক্ষার্থীরা বরিশাল শহরে শনিবার ও শুক্রবার ইভিনিং এমবিএ কোর্সের মাধ্যমে অ্যাকাউন্টিং, ফিন্যান্স,  মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এমবিএ কোর্স সম্পন্ন  করতে পারবে।

আবেদন করার যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতক পাস।

আবেদনের শেষ তারিখঃ ২০ জুলাই ২০২৩
আবেদন ফি জমা দেওয়ার মাধ্যমেঃ ১০০০ টাকা ( অফেরতযোগ্য)  ব্যাঙ্ক ড্রাফ্ট/পে-অর্ডার এর মাধ্যমে “EMBA-FBAM, PSTU” রুপালি ব্যাংক,  পবিপ্রবি, দুমকি শাখার অনুকূল প্রদান করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
একটি সম্পূর্ণ আবেদনপত্র; দুটি পাসপোর্ট সাইজের  ছবি,  সার্টিফিকেট এবং মার্ক শীটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার প্রশংসাপত্র (যদি থাকে)

ভর্তি পরীক্ষা লিখিত পরীক্ষা MCQ ভিত্তিতে হবে: ইংরেজি: 30 সাধারণ জ্ঞান: 60 সাধারণ গণিত: 10

Share.
Leave A Reply

Exit mobile version