আগামী জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা যুক্তরাষ্ট্রের ১২ কংগ্রেসম্যানকে চিঠি পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেওয়া ডেমোক্রেটির পার্টির ছয় কংগ্রেসম্যানের এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে দেওয়া রিপাবলিকান পার্টির ছয় কংগ্রেসম্যানের চিঠি সংগ্রহ করে পৃথকভাবে তার জবাব দিয়েছেন মন্ত্রী। ওই ১২ কংগ্রেসম্যানের সঙ্গে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বৈঠকের চেষ্টা করছেন।

গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

সংসদীয় কমিটিকে জানানো হয়, বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রীর লেখা চিঠি ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ১২ জন মার্কিন কংগ্রেসম্যানের দপ্তরে এরই মধ্যে পাঠিয়ে দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version