দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ডা.এম.এ.মান্নান
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার দুটি উপজেলায় গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো প্রকল্পে মোট ১৩ টি নতুন সড়ক নির্মাণ কাজ অনুমোদন পেয়েছে। এতে বিভিন্ন স্কীমে মোট প্রায় ১৩ কোটি ১৫ লক্ষ টাকার উন্নয়ন বরাদ্দ অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উক্ত সড়ক সমূহের উন্নয়নের ফলে দুই উপজেলার যাতায়াত ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হবে।

গ্রামীণ অবকাঠামো প্রকল্পে উন্নয়ন বরাদ্দ অনুমোদন প্রসঙ্গে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, দুটি উপজেলার মোট ১৩ টি সড়ক উন্নয়নে অর্থ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। অতিদ্রুত এইসব সড়কে কাজ শুরু হবে। নাগরপুর-দেলদুয়ার বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গত ৫ জুন নাগরপুর উপজেলায় ২ টি ও দেলদুয়ার উপজেলায় যথাক্রমে ১৭ মে ৩ টি, ২২ মে ৩ টি এবং ১৫ জুন ৫ টি সহ মোট ১৩ টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। নাগরপুর উপজেলার হারাইপাড়া চৌরাস্তা-বেংরোয়া গ্রাম পাকা সড়ক ভায়া রফিক হাউজ রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেইঃ ০০ – ১০০০ মিঃ), কান্দাপাড়া পশ্চিমপাড়া মন্টুর বাড়ি থেকে পূর্ব পাড়া আঃ রহিমের বাড়ি পর্যন্ত রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেইঃ ০০ – ৬৭০ মিঃ) এবং দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউপি অফিস-নাল্লাপাড়া হাট ভায়া আটিয়া মাজার রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেইঃ ৪৮৫০ – ৫৯৫০ মিঃ), বেতরাইল-হিঙ্গানগর আরএন্ডএইচ সড়ক ভায়া চকতৈল হাইস্কুল রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেইঃ ৩৫৬৫ – ৩৯০০ মিঃ), টুকচানপুর-বটতলা সড়ক ভায়া টুকচানপুর প্রাঃ বিদ্যালয় রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই ০০ – ৪৫৪ মিঃ), নয়ারচর বাজার-মমিননগর রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ২২৫০ – ৩৫০০ মি:), বাথুলী বাজার-আরমৈষ্টা ফেরিঘাট ভায়া কোল্ড স্টোরেজ রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ৫০০ – ১৫০৪ মি:), দেউলি ইউপি অফিস- (সিলিমপুর ব্রীজ)-বেংরাইল বাজার রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ২০০০ – ৩০০০ মি:), নাল্লাপাড়া হাট-হিঙ্গা রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ০০ – ১০১৪ মি:), পাথরাইল চন্ডি-বিরপুশিয়া ভায়া উইন্ডিং ফ্যাক্টরি রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ৫০০ – ১৫০০ মি:), ঝুনকাই হাট-দেউলী ইউপি অফিস ভায়া ব্রাহ্মনখোলা প্রা: বিদ্যালয় এবং আএাব রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ১২৭০ – ২২৭৪ মি:), এলাচিপুর-বাথুলী হাট ভায়া ধানকী (আরিমইস্তা ব্রীজের শেষ পর্যন্ত) রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ৫০০ – ১৫০০ মি:), হিঙ্গানগর- আরএন্ডএইচ-চরপাড়া ফেরিঘাট রাস্তা বিসি দ্বারা উন্নয়ন (চেই: ০০ – ১০০০ মি:) কাজ বাস্তবায়ন হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version