ফ্রান্সে পুলিশের গুলিতে নিহত কিশোর নাহেল এমের দাদি বলেছেন, আলজেরিয়ান বংশোদ্ভূত মুসলিম কিশোর নাহেলকে হত্যার ঘটনায় ষষ্ঠ দিনের মতো দেশজুড়ে যে বিক্ষোভ চলছে-তার অবসান ঘটাতে হবে।

তিনি বিএফএম টিভিকে বলেন, আমি তাদেরকে থামতে বলেছি। কারণ নাহেল মারা গেছে, আমার মেয়ে তার সন্তানকে হারিয়েছে…তার আর বেঁচে থাকার অবলম্বন নেই।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন শনিবার রাতেই অন্তত ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদও জানিয়েছেন এই বলে যে ‘তাদের পদক্ষেপের জন্যই শনিবার রাতের পরিস্থিতি শান্ত ছিল’।

এদিকে অব্যাহত দাঙ্গা ঠেকাতে শনিবারেই ফ্রান্সের বিভিন্ন শহরে প্রায় ৪৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, চার দিনে অন্তত ২৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয় ১৩১১ জনকে।

ফ্রান্সের বিচারমন্ত্রী বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩০ শতাংশেরই বয়স ১৮ বছরের কম।

শনিবার বিকেল থেকেই মার্সেই শহরের পরিস্থিতি খারাপ হতে থাকে। সন্ধ্যার দিকে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্সেইয়ের কেন্দ্রস্থল লা ক্যানেবিয়েরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Share.
Leave A Reply

Exit mobile version