নেত্রকোণায় পারিবারিক কলহের জেরে সেলিনা (৩৩) নামে এক গৃহবধুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফক্কু মিয়ার (৪১) বিরুদ্ধে।
শুক্রবার (৩০ জুন) রাতে নেত্রকোণা শহর থেকে চার কিলোমিটার পশ্চিমে চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামের ফক্কু মিয়া ও তার স্ত্রী সেলিনার মধ্যে বিবাদ চলে আসছিল। ঘটনার দিন রাতে আবারো তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে উত্তেজিত হয়ে অভিযুক্ত স্বামী (ফক্কু মিয়া) ঘরে থাকা কুঁড়াল দিয়ে স্ত্রীকে (সেলিনা) উপর্যপরিভাবে কোপাতে থাকলে ঘটনাস্থলে তিনি মারা যান। থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পরই ঘাতক স্বামী পালিয়ে যান।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লুৎফুল হক জানান, থানায় মামলা হয়েছে। আসামিকে ধরার জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।