সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৮ জুন) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। গত ১৮ জুন চাঁদ দেখতে পাওয়ার কারণে এই তারিখ আগে থেকেই নির্ধারিত করা ছিল। আগামীকাল ২৯ জুন বাংলাদেশে ঈদ পালন করা হবে।

গতকাল মঙ্গলবার পবিত্র মক্কা নগরীর আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজ পালিত হয়েছে। আজ সকালে মক্কা নগরী থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করে পশু কোরবানিসহ হজের অন্যান্য কার্যাদি সম্পাদন করছেন।

হজের পরের দিনই পশু কোরবানির মাধ্যমে ঈদ উদযাপন হয়ে থাকে। সৌদি আরব ছাড়াও আরব আমিরাত, লিবিয়া, লেবানন, আলজেরিয়া, সিরিয়া, তুরস্ক, ইরাক, ইরান, আফগানিস্তানে ঈদ উদযাপিত হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশেও ঈদুল আযহা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

Share.
Leave A Reply

Exit mobile version