ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক নং ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাঁশ বাড়ি ( উত্তরপাড়া) নতুন একটি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৬ জুন) সকাল দশটায় মসজিদ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

মসজিদ কমিটির সভাপতি জমিদাতা পীরগঞ্জ উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন করেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তারুজ্জামান, ঠাকুরগাঁও জামিয়া তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুফতি মোজ্জাম্মেল হুসাইন,ঠাকুরগাঁও জেলা স্কুলের শিক্ষক নাহিদুন নবী সাগর, সেনুয়া তারগীবুল উম্মাহ মাদরাসা ও লিল্লা বোডিং এর পরিচালক হাফেজ ক্বারী মোজ্জাম্মেল হক, ভোমরাদহ জামিয়া নিজামীয়া মাদ্রাসার সভাপতি অবঃ সার্জেন্ট আব্দুল সামাদ, পরিচালক মুফতী মাহাবুবুর রহমান, সাবেক ইউপি সদস্য দবির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী দবিরুল ইসলাম, পীরগঞ্জ জামিয়া আরাবিয়া সমশেরিয়া মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান । মসজিদ কমিটির সদস্য ও মুসুল্লীবৃন্দ। সেনুয়া বাঁশ বাড়ি ( উত্তরপাড়া) মসজিদের সভাপতি জমিদাতা এনামুল হক জানান বর্তমানে মসজিদে ওয়াক্তিয়া নামাজ আদায় হবে পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় জামে মসজিদে রুপান্তরিত করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version