বরগুনা জেলা প্রতিনিধিঃ

ঢাকা থেকে ছেড়ে আসা তালতলীর উদ্দেশ্যে সাকুরা পরিবহন বরগুনা জেলার তালতলী উপজেলার শাড়িকখালি ইউনিয়নের নলবুনিয়া বীজ সংলগ্ন স্থানে আনুমানিক ভোর ৬.০০ টার দিকে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ঢালে পড়ে যায়। গাড়িতে ২০ থেকে ৩০ জন যাত্রী ছিল কারো কোন ক্ষয় ক্ষতি হয় নাই বলে জানিয়েছেন গাড়িটির সুপারভাইজার ও হেলপার তারা আরো জানান যে গাড়ির সাইট দিতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়া সামনের চাকা ঢালে পড়ে যায় তারপর ব্রেক মারলে ব্রেক ফেল হয়ে যায় তাই গাড়িটি ঢালে পরে যায় কিন্তু রাস্তার পাশে গাছ থাকার কারনে গাড়িটা উল্টে পরে নাই তাই জাতরিদের কোন ক্ষয় ক্ষতি হয় নাই রাস্তার ঢালে পরে যাওয়া সাকুরা পরিবহন গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ব ১১-৫৭১০ এখন পর্যন্ত গাড়িটি বরগুনা জেলার তালতলী উপজেলার শরিকখালী ইউনিয়নের নলবুনিয়া আছ।

Share.
Leave A Reply

Exit mobile version