নিজস্ব সংবাদদাতাঃ

বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার জড়িত খুনিদের ফাঁসির দাবি ও ভোলায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে রবিবার ২৫ শে মে সকাল ১১ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়

বোরহানউদ্দিন থানার সামনে বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাবের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ গ্রহন করেন ৷

এসময় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িত খুনিদের ফাঁসির দাবি ও ভোলায় গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি অণিক আহমেদ এবং দৌলতখানের সাংবাদিক ফরাজি হারুন অর রশিদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার প্রতিবাদ জানিয়ে বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচএম এরশাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন জার্নালিস্ট এশোসিয়েশনের সাধারন সম্পাদক

মনিরুজ্জামন, ভোলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকার, সাংবাদিক গাজী তাহের লিটন ও ইকবাল হোসেন প্রমুখ ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মিজানুর রহমান ৷

মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন ৷ আগামীতে আর কোথাও যেন সাংবাদিক হত্যা বা নির্যাতনের শিকার না হন, সে দাবিও জানান তারা।

এছাড়া ভোলায় ২ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা দ্রুত প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন নামক কালো আইন বাতিলের দাবী জানান ৷

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

Share.
Leave A Reply

Exit mobile version