ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে বিকেল তিনটায় কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে আটটায় দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ এর পরিচালনায় ভার্চুয়ালী বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ন সাধারণ সম্পাদক মোকাররম হোসেন তালুকদার, পাইকুরাটি ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা সারোয়ার জাহান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, সুনামগঞ্জ নবীন লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সাগর প্রমুখ।