রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

‘প্রতিদিন সঞ্চয় করি, সুখ সমৃদ্ধির জীবন গড়ি’ -এই শ্লোগান নিয়ে
সাধারণ মানুষের দোড়গড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিমলায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়।

সোমবার (১৯শে জুন) দুপুরে ফিতা কেটে নীলফামারীর ডিমলা উপজেলার মসজিদ মার্কেটে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধনী করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন, ডাচ-বাংলা ব্যাংকের দিনাজপুর আঞ্চলিক প্রধান নাদিয়াল মঈন চৌধুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ ওয়ায়েজ কুরুনি (সজিব), সদর ইউপি চেয়ারম্যান এএইচএম ফিরোজ সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক, রব্বানী প্রধান প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ীগণ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নতুন শাখার সুষ্ঠু পরিচালনা ও ব্যবসা-বাণিজ্যর সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিলেও আয়োজন করা হয়। উদ্বোধনের দিন থেকেই ডাচ-বাংলা ব্যাংকের অন্যান্য শাখার মত এ শাখাতেও অনলাইন ব্যাংকিং, এটিএম ও সিআরএম সার্ভিস, রিটেল, এসএমই এবং কর্পোরেট লোন, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং রেমিটেন্স সার্ভিস প্রদান করছে।

Share.
Leave A Reply

Exit mobile version