ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতাঃ
টাঙ্গাইলের নাগরপুরে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ( উফশী ) ও হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ¶ুদ্র ও প্রান্তিক ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সেই সাথে আগুনে ক্ষতিগ্রস্থ ২৪টি পরিবারের মাঝে জনপ্রতি ৭ হাজার ৫শত টাকার চেক প্রদান করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন শাকিল প্রমুখ। এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা/কর্মচারী ও ১২টি ইউনিয়নের কৃষক/কৃষনীরা সহ আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।