নিউজ ডেস্কঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ব্যতীত) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শনিবার রাতে গণমাধ্যমে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীগণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। ২৪ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ যেকোনো টেলিটক নাম্বার থেকে ২২০ টাকা জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আবদেনকারীর বয়স ৮ জুলাই ২০২৩ তারিখে নূন্যতম ও সর্বোচ্চ ২১-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স উল্লিখিত তারিখে নূন্যতম ও সর্বোচ্চ ২১-৩২ বছর হতে হবে। ২০২০ সালের ২৫ মার্চ যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমাল ২০১৯ অনুসরণ করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version