তানভীর আহমেদ: সুনামগঞ্জ:
চার দিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদীর পানি ৬ সে.মিটার বেড়েছে। সেই সাথে পাটলাই নদীর পানি বেড়েছে ৫.০৩ সে.মিটার। তবে জাদুকাটা নদীর পানি বিপদসীমার ২.০৫ সে.মিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।

তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনেয়ারপুরের ডুবন্ত সড়ক

গেল বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার ১০০ মিটার সড়কটি পানিতে ডুবে গেছে। সেই সাথে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সড়কের কিছু অংশ পানিতে ডুবে যায়। সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। তবে এভাবে পানি বাড়তে থাকলে দু-এক দিনের মধ্যে উপজেলার নিন্মাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা  করা হচ্ছে।

তাহিরপুর উপজেলার আনোয়ারপুরের ব্যবসায়ী লিমন মিয়া বলেন, ‘বন্যার পানিতে আনোয়ারপুরের সড়ক ডুবে গেছে। সুনামগঞ্জ শহরের সঙ্গে উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে।’

উপজেলার বালিজুরী গ্রামের ফেরদৌস আলম তারেক বলেন, ‘গত ৩-৪ দিনের বৃষ্টিপাতে হাওরসহ সবজায়গায় পানি বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা হতে পারে।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ‘টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version