দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিশেষ প্রতিনিধিঃ

গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর, গণপূর্ত ই/এম বিভাগ-৪, ঢাকা এর নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুল ইসলাম ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহ ও অন্যান্য ক্রয়ের দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর, ঢাকা এর নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুল ইসলাম (গণপূর্ত ই/এম বিভাগ-৪, ঢাকা) আউটসোর্সিং এর মাধ্যমে একাধিক জনবল সরবরাহের জন্য নিজের নিয়ন্ত্রণে রেখে দরপত্র আহবান করেন। অভিযোগ আছে পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগসাজেশে নিজেই ঠিকাদারী পরিচালনা করেন। যে কারণে উক্ত দরপত্রে জনবল সরবরাহের লাইসেন্স অর্থাৎ কলকারখানা পরিদর্শন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স বাধ্যতা মূলক না করে পি ডাব্লিউ ডি লাইসেন্স বাধ্যতা মূলক করেছেন, যেন প্রকৃত জনবল সরকরাহকারী কোন প্রতিষ্ঠান উক্ত শর্ত পূরণ করে সিডিউল ক্রয় করতে না পারে, যাহা জনবল সরবরাহের জন্য প্রযোজ্য নয়।

আরো অভিযোগ আছে মোঃ মহিবুল ইসলামের অনুমতি ছাড়া কাউকে কোন সিডিউল ক্রয় করতে দেওয়া হয় না এবং নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুল ইসলামের কার্যালয় সচিবালয়ের ভিতরে হওয়ার পরেও যারা দরপত্রে অংশগ্রহন করেছেন তাদের কোন গেট পাশ-প্রবেশ অনুমতির ব্যবস্থা না করে একাধিক দরপত্র দাখিলের তারিখ সোমবার নির্ধারন করেন যাতে করে কেউ মন্ত্রণালয়ের ভিতর প্রবেশ করে কোন দরপত্র জমা দিতে না পারে। যদিও প্রকিউরমেন্ট আইন-বিধি অনুযায়ী টেন্ডার সিডিউল ক্রয় এবং জমাদানের ক্ষেত্রে নিরপেক্ষ, স্বচ্ছ ও সকলের সমান অধিকার আছে।

বিশেষ সূত্রের মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন যাবত নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুল ইসলাম প্রতিটি পদের জন্য মোটা অংকের উৎকোচ গ্রহন করে পছন্দের লোক নিয়োগ করছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রার্থীর সাথে কথা বলে জানা যায় যে জন প্রতি তিনি আশি হাজার থেকে একলাখ টাকা র্পযন্ত উৎকোচ নিয়ে প্রায় কোটি টাকার দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

আলোচ্য দরপত্রে অংশগ্রহন কারী প্রতিষ্ঠান উইডুর চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, অনেক বাধা অতিক্রমের পর দুইটি সিডিউল ক্রয় করে দরপত্রে অংশগ্রহন করেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুল ইসলাম নিজেই ঠিকাদারী প্রতিষ্টানের সাথে যুক্ত থেকে তার পছন্দের প্রতিষ্টানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য  উইডুর চেয়ারম্যানকে নানা ভাবে হয়রানি করছেন।

হয়রানির বিষয়ে জানতে চাইলে উইডু চেয়ারম্যান দ্যা মেইল বিডিকে বলেন, এক দিনের নোটিশে তাদের দাখিল কৃত দুইটি প্যাকেজের জনবলকে মৌখিক ও ডাক্তারী— মেডিকেল পরীক্ষার জন্য হাজির করতে বলা হয়। তারা তার নির্দেশ মোতাবেক ঢাকার বাহিরে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে হতদরিদ্র জনবলকে ঢাকায় পরীক্ষার জন্য আসতে বলে, আমাদের দাখিল কৃত দুইটি প্যাকেজের জনবল ঢাকায় বিভিন্ন আবাসিক হেটেলে রাত্রী যাপন করে নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার পরেও সেখানে মূল্যায়ন — পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কেউ উপস্থিত ছিলেন না।

উইডুর চেয়ারম্যান আরও অভিযোগ করেন যে, তাদের দুইটি লটের সাথে দরপত্রে অংশগ্রহনকারী কোন প্রতিষ্ঠানই জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান নয়। দরপত্রে অংশগ্রহনকারী উইডুই একমাত্র জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান, র্বতমানে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে তাদের প্রায় একচল্লিশটি চুক্তিপত্র চলমান আছে।

তিনি আরও বলেন, যেহেতু তারাই একমাত্র রেসপনসিভ ও সর্বনিম্ন দরদাতা, তাদেরকে নোয়া (নোটিফিকেশন অফ এওয়ার্ড) দেওয়ার দাবি জানান। এ বিষয়ে উইডুর চেয়ারম্যান, প্রধান প্রকৌশলী গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর, ঢাকা এবং সচিব বরাবর লিখিত আবেদন দাখিল করেছেন। সেখান থেকে ধারা ও বিধি অনুওসরণ করে রিভিও প্যানেল গঠনের আবেদন করবেন এবং যথাযথ সিদ্ধান্ত না পেলে মাননীয় প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ দাখিল করবে। সেখান থেকে উইডু ন্যায় বিচার না পেলে মহামান্য হাইকোর্টের স্মরণাপন্ন হবেন বলে উইডু দ্যা মেইল বিডিকে অবহিত করেছেন।

উপরোক্ত অভিযোগের বিষয়ে জানতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিয়েও তার সাথে যোগাযোগ করা যায়নি।

শর্ট টাইমের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার নোটিশের কপি ১
শর্ট টাইমের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার নোটিশের কপি ২

 

সচিব বরাবর উইডুর অভিযোগ পত্র
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version