দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আজ মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

পাগলামি আর প্রতারণা দুটোই চলছে সমান্তরালে। আর কেউ নয় বিশ্বসেরা লিওনেল মেসিকে নিয়ে। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সুদূর চীনে আর্জেন্টিনা দল। আর এ সুযোগে প্রতারণার ফাঁদ পেতেছে অসাধু চক্র। টাকার বিনিময়ে মেসির সঙ্গে দেখা করার বিজ্ঞাপন ঘুরছে চীনের বিভিন্ন ওয়েবসাইটে। একটি স্ক্যামে বলা হচ্ছে— প্রিয় তারকার সঙ্গে এক সন্ধ্যা কাটাতে গুনতে হবে তিন লাখ ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় ৪৫ লাখ টাকার বেশি। এ ছাড়া ২৫ হাজার টাকায় মেসির সঙ্গে ছবি তোলার প্রস্তাবও দিচ্ছে প্রতারকরা।

আসলে মেসিকে নিয়ে উন্মাদনাই এমন। পুরো বেইজিং অপেক্ষায় এলএমটেনের পায়ের জাদু উপভোগ করতে। এ শহরের আইকনিক ওয়ার্কার্স স্টেডিয়াম প্রস্তুত বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে।

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটির পুনর্মঞ্চায়ন হতে যাচ্ছে। যেখানে সকারুদের স্বপ্ন ভেঙে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছিল আর্জেন্টিনা। তাই অস্ট্রেলিয়ার জন্য প্রতিশোধের ম্যাচ। ক্রেইগ গুডউইন, জ্যাকসন আরভিন, আজিজ বেহিশের মতো অভিজ্ঞরা ইনজুরির কারণে ছিটকে গেছেন। স্কোয়াডের অধিকাংশ ফুটবলার তরুণ। প্রথমবার ডাক পেয়েছেন দুজন।

অন্যদিকে ম্যাচের আগের দিন পুরো স্কোয়াড নিয়ে অনুশীলন করেছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ধকল কাটিয়ে যোগ দিয়েছেন জুলিয়ান আলভারেজ। স্কোয়াডের ১৯ জন বিশ্বচ্যাম্পিয়ন দলের। বাদ পড়েছেন লিসান্দ্রো মার্টিনেজ, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজের মতো তারকারা। ডাক পেয়েছেন স্পেনে জন্ম নেওয়া ফরোয়ার্ড আলেহান্দ্রো গানচো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ দেখায় ৬টিতে জিতেছে আর্জেন্টিনা। ড্র ও হার একটিতে। আর শেষ ৪৫ আন্তর্জাতিক ম্যাচে মাত্র একবারই হেরেছেন বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ/লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও জিওভানি সিমিওনে/নিকোলাস গঞ্জালেজ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version