চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশনে নৌকা নিবন্ধন অভিযান উপলক্ষে ট্রলার মালিক ও আড়ৎ মালিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় জয়েন্ট ডফ-এমএমও ফিল্ড লেভেল বেসলাইন সার্ভে এবং উপজেলা পর্যায়ে জেলে ট্রলার মালিক ও মৎস্য আৎড় মালিকদের নৌকা নিবন্ধন অভিযান উপলক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনারের সভাপত্বিতে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিভাগীয় মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা মৎস্যকর্মকর্তা মোল্লা এমদাদুল হক , মেরিন ফিশারিজ প্রজেক্টের উপ প্রকল্প পরিচালক এস এম আজাহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য লীগের সভাপতি শফি উল্লাহ হাওলাদার, ক্ষুদ্র মৎস্য লীগের সভাপতি মো. নান্নু মিয়া, সামরাজ ট্রলার মালিক সমিতির সভাপতি হারুন কিবরিয়া, নতুন স্লুইলজ মৎস্য ঘাটের সভাপতি মো. আকতার হোসেন মেম্বার, সামরাজ ঘাট আড়ৎ মালিক সমিতির সাধারন সম্পাদক মো. আলাউদ্দিনসহ জেলে ট্রলার মালিক, মৎস্য আড়ৎ মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version