মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য টেক্সাস রাজ্যের উপসাগরীয় উপকূলের একটি সমুদ্র সৈকতে কয়েক হাজার মরা মেনহাডেন মাছ উপকূলে ভেসে এসেছে। রোববার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ওই উপসাগরীয় উপকূলে অবস্থিত সমুদ্র সৈকত পার্কের কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলের কুইন্টানা বিচ কাউন্টি পার্ক থেকে প্রায় ৯ দশমিক ৭ কিলোমিটার দূরে ব্রাজোস নদীর মুখের কাছে ব্রায়ান বিচের শেষ প্রান্তে মরা মাছগুলো পাওয়া গেছে।
পার্কের কর্মকর্তারা শুক্রবার থেকে উপকূলের পানিতে ভেসে থাকা অসংখ্য মরা মাছের ছবি প্রকাশ করে বলেছেন, অগভীর পানি এবং সূর্যালোকের অভাব উপকূলে অক্সিজেনের মাত্রা হ্রাস করে এই ‘বিপর্যয়’ সৃষ্টি করেছে।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চলমান পরিচ্ছন্নতার প্রচেষ্টা সত্ত্বেও আরো হাজার হাজার মাছ উপকূলে ভেসে আসার আশঙ্কা করা হচ্ছে। সূত্র : ইউএনবি