মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট্ট বাচ্চাদের আম পাড়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় দু জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এঘটনায় মুঞ্জুরুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৯জুন) উপজেলার বালিঘাটা ইউনিয়নের রাধাবাড়ী গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাধাবাড়ী গ্রামের মুঞ্জুরুল ইসলামে ছেলে আব্দুল্লাহ(১২) ও একই গ্রামের রাসেলের পুত্র মুজাহিদ (৭) পার্শ্ববর্তী রাস্তার আম গাছে ওঠে আম পাড়ার সময় দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের অভিভাকরা এসে তুচ্ছ বিষয়টিকে নিয়ে মারপিটে জড়িয়ে পড়ে। এতে আব্দুল্লাহ ও মুনিজা(৬০) আহত হলে তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে বিবাদী জলিল মন্ডল বলেন, ছোট্ট বাচ্ছাদের ঝগড়া মেটাতে গিয়ে উভয়কেই মেরে তাড়িয়ে দেই। তবে অনিচ্ছাকৃত ভাবে আব্দুল্লাহর আঘাত করাটা একটু বেশিই হয়েছে।
এএসআই ওমর ফারুক বলেন, এবিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি মিমাংসার জন্য আগামী ১৬জুন উভয় পক্ষকে ডাকা হয়েছে।