রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় বেসরকারি সংস্থা আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মরহুম মোঃ শফিকুল হক চৌধুরীর স্মরণে ৩ দিন ব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প (স্বান্থ্য ও ফিজিওথেরাপি সেবা) উদ্ভোধন করা হয়েছে।

সোমবার(১২ জুন)সকালে আশা অফিস কার্যালয়ে সেবা কার্যক্রম উদ্ভোধন করা হয়। আশার নীলফামারী জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আবতাব উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডোমার-ডিমলা(নীলফামারী-১) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, ডিমলা থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ সরকার, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান এ এইচ এম ফিরোজ সরকার, আশার দিনাজপুর ডিভিশনের সিনিয়র এডিশনাল ম্যানেজার এস এম বেলাল হোসেন প্রমুখ। পরে ৫০০ জন রোগীকে বিনামূল্যে ঔষধ প্রদান ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।পঙ্গু রোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version