আমরা কি জানি, তিনটি দেশের জাতীয় ফল আম। ভারত, পাকিস্তান আর ফিলিপাইন। আমাদের জাতীয় ফল আম নয়, তবে জাতীয় গাছ আম। কবি জসীমউদ্দীনের কবিতার একটি লাইন আছে, ‘ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ।
এখন আমের মৌসুম চলছে। ঝড়ে পড়া আম কুড়িয়ে লবণ-মরিচ মেখে খেতে তো ভীষণ মজা। কাঁচা আম খেতে যেমন মজা, পাকা আম খেতে তো আরো মজা। রসে টসটসে মিষ্টি আম খেতে নিশ্চয় তোমারও ভালো লাগে।
তবে বেশি বেশি পাকা আম খেয়ে ঘুমিয়ে পোড়ো না কিন্তু! জানো তো, পাকা আম খাওয়ার পর অনেকের ঘুম ঘুম ভাব হয়। কেন এমন হয় জানো? 

পাকা আমে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেটস, ফাইবার ভিটামিন বি৬, ভিটামিন বি১২, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও মিনারেলস। এ ছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যানই সেই রাসায়নিক উপাদান, যা তোমার মগজকে বলে, ঘুম আয় ঘুম আয়।

মোটকথা, পাকা আম শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দেয়। এই ইনসুলিন ট্রিপ্টোফ্যানকে মগজে ঢুকতে সাহায্য করে। ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয় সেরোটোনিন। সেরোটোনিন হলো ঘুমের জন্য দায়ী একটি নিউরোট্রান্সমিটার। সেরোটোনিনের অনেকগুলো কাজের মধ্যে একটি হলো মতিষ্ককে শীতল ও শান্ত রাখা।
এ জন্যই পাকা আম খেলে অনেকের ঘুম ঘুম ভাব হয়।
Share.
Leave A Reply

Exit mobile version