আজ ১০ই জুন সাংবাদিক, শিল্পী, সুরকার ও কবি তমাল ফেরদৌস দুলালের জন্মদিন। তিনি সাহিত্য, সংগীত ও সাংবাদিকতায় মৌলভীবাজার তথা সিলেট বিভাগে পরিচিত নাম।

আশির দশক থেকে লেখালেখি ও সংগীতে তাঁর পদচারনা। গান শিখেছেন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে প্রয়াত উস্তাদ আলী আকবর খাঁন, নুরুল ইসলাম সরকার এর কাছে। নব্বই সালে গঠন করেন মেলোডি শিল্পী গোষ্ঠী। ইতিমধ্যে স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে তাঁর লেখা ও সুর করা গান প্রচারিত হয়েছে।

 

লেখালেখির সুবাদে ইতিমধ্যে তাঁর তিনটি কাব্যগন্থ নীলিমার নীল তুমি, নদী ও অগজ কবি ও নাইওরি প্রকাশিত হয়েছে।

 

নব্বই পরবর্তী সময়ে তিনি সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। তিনি দৈনিক রূপালী, দৈনিক যুগভেরী, দৈনিক ইত্তেফাক, দৈনিক আমাদের সময়, ওয়েব পোটাল বাংলানিউজটুয়েন্টিফোরডটকম এ কাজ করেছেন। বর্তমান শুরু থেকেই মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।

তিনি মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া জানালিস্ট এসোসিয়েশনের প্রথমবারের মতো নিবাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Share.
Leave A Reply

Exit mobile version