আরিফুর রহমান ,ঝালকাঠি।।
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মোঃ ফারুক হোসেন ।
শুক্রবার ৯ জুন রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের প্রধান ও আওয়াম লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তফসিল অনুযায়ী,রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন,মনোনয়নপত্র বাছাই ১৯ জুন , প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন,ভোটগ্রহণ ১৭ জুলাই।