মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এর আওতায় প্রতিষ্ঠান প্রধান ও এসএমসি/এমএমসি/জিবি এর সভাপতিসহ উপজেলা পর্যায়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দিনব্যাপি কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস সাধারন শিক্ষা সমিতির সহ প্রচার সচিব ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার সরকার মোহাম্মদ শফিউল্লাহ দিদার,কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী খান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন খান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ঠ সাংবাদিক সারোয়ার হোসেন শাহীনসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।