নিজস্ব প্রতিনিধি জামালপুরঃ

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যালয়ের পাওনা পরিশোধ করতে না পেরে শিক্ষকের লজ্জার হাত থেকে বাঁচতে লাভনী আক্তার নামে ৮ম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
( ৫ মে) সোমবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত স্কুল শিক্ষার্থী তারাকান্দি গ্রামের লাল মিয়ার মেয়ে ও রুদ্রবয়ড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার জানান, উপজেলার তারাকান্দি গ্রামের মুদি দোকানদার লাল মিয়ার তিন মেয়ে। তাদের মধ্যে লাভনী আক্তার দ্বিতীয়। লাভনী রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী। চলতি মাসের ৭ জুন তার অর্ধ বার্ষিক পরীক্ষা। পরীক্ষা দিতে লাভনীকে ২ হাজার ২ শ টাকা পরিশোধ করতে হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ চাপ দেয়। বাড়ীতে এসে টাকার জন্য বাবাকে বলে। বাবা পরিশোধের পুরো টাকা দিতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে নিহতের বাবা লাল মিয়া জানান, সামনে পরিক্ষা তাই স্কুলের ২২ শত টাকা পরিশোধ করতে হবে।
আমি ১১শত টাকা মেয়েকে দেই আর বাকি টাকা জোগাড় করতে না পারায় পরে দিতে চাই। কিন্তু সে টাকা না নিয়ে স্কুলে না গিয়ে ঘরে গিয়ে গলায় ফাঁশি দিয়ে আত্যহত্যা করে।
রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাছেদ বলেন, বিদ্যালয়ের পাওনা আদায়ের জন্য কোন শিক্ষার্থীকে চাপ দেওয়া হয় না। কোন শিক্ষার্থী আত্মহত্যা করে থাকলে সেটা হয়তো অন্য কোন বিষয় করেছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আমজাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনারস্থলে যাই প্রাথমিক সুরতহাল করি পরিবারের নিকট হতে কোন অভিযোগ হয়নি তবে তদন্ত চলমান আছে।

Share.
Leave A Reply

Exit mobile version