সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪জুন) দুপুর ১২ টায় পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ‍্যোতি পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস‍্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব‍্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

সভাপতির বক্তব‍্যে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পরিচালিত হবে। খুবই জাকজমকপূর্ণ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জন‍্য খেলা পরিচালনা কমিটি গঠন করা হচ্ছে।

তিনি বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নেই। এবং আগামী জাতীয় নির্বাচনে ঐক‍্যবদ্ধ হয়ে সকলকে একসাথে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নিজেকে স্মার্ট করে গড়ে তুলতে হবে। সকল কাজ-কর্মে স্মার্ট থাকতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে নোমান বখত পলিন বলেন, আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জের ৫ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেয়া হবে। যাতে নৌকার প্রার্থী বিজয়ী হয়, তাই সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে।

তিনি বলেন, ইউনিয়ন পর্যায়েও নৌকার প্রার্থীকেও বিজয়ী করার জন‍্য এখন থেকে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করীম শামীম, তাহিরপুর উপজেলা আ. লীগের সভাপতি আবুল হোসেন খান, সহ-সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, ধর্মপাশা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস, বেহেলী ইউপি চেয়ারম‍্যান সুব্রত সামন্ত সরকার, মধ‍্যনগর ইউপি চেয়ারম‍্যান সঞ্চিত তালুকদার টিটু, ছাত্রলীগ নেতা সঞ্চয় রায় চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমূখ। এরপর মতবিনিময় সভা শেষে খেলা পরিচালনা কমিটি গঠন করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version