দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সুনামগঞ্জ প্রতিনিধি

বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ ও লেখক মাওলানা মুহাম্মদ ইমদাদুল হকের জানাজা গত বুধবার বাদ মাগরিব তার জন্মস্থান বড়ঘাট গ্রামের মাঠে সম্পন্ন হয়েছে। এতে হাজার হাজার ধর্মপ্রান মানুষ অংশ গ্রহন করেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, রেড ক্রিসেনেটর সাধারণ সম্পাদক অ্যাড. পীর মতিউর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি অ্যাড. শামসুন্নাহার শাহানা রব্বানী, পৌর মেয়র নাদের বখত, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, জেলা পরিষদ সদস্য ফৌজিয়ারা শাম্মি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রিয় নেতা মাওলানা তফাজ্জুল হক আজীজ, জাতীয় পার্টি নেতা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন মনির, জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, অধ্যক্ষ মাওলানা আলীনুর, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, হাসনরাজা পরিষদের সভাপতি সামারিন দেওয়ান, প্রেসক্লাবের সাধারণ রওনক বখত, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, বিশিষ্ট সাজ সেবক দেওয়ান গণিউল সালাদিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, পৌর সভার প্যানেল মেয়র আহমদ নূর, জেলা বিএনপি নেতা খালিদ পীর, নাদির আহমদ, রেজাউল হক, আ ত ম মিসবাহ, সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, অ্যাড. আমিরুল হক, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, অ্যাড. শহীদুল হক, ব্যবসায়ী নুরুল হাসান আতাহের সাংবাদিক মাহবুবুর রহমান পীর, মাসুম হেলাল, বুরহান উদ্দিন, দৈনিক সুনামগঞ্জের ডাকের স্টাফ রিপোর্টার সুলেমান কবির, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ, সিরাজুল ইসলাম শ্যামল, বাবুল মিয়া, রেডক্রিসেন্টের যুব প্রধান শাহজাহান, প্রমুখ। উল্লেখ্য, জানাযার নামাযে ইমামতি করেন মরহুমের পুত্র হাফেজ আব্দুল্লা আল মাফফুজ মারজান। নামাজে জানায় অংশগ্রহণ করেন জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লী ও ওলামেয়ে কেরামগন। জানাজার পূর্বে মদিনাতুল খাইর জামে মসজিদে ও শহরের বিভিন্ন মসজিদে জেলার বিশিষ্ট আলেমদের উপস্থিতিতে মহরুমের মাগফেরাত কামনায় দোআ অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version