ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে এবং জেলা প্রশাসন, মৌলভীবাজার ও ইসলামিক ফাউন্ডেশন, মৌলভীবাজারের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হয়।
অদ্য সোমবার (২৯ মে) জেলা প্রশাসক হলরুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ইমাম, খতিব, পুরোহিত, যাজকসহ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু মহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়ার কাদির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ। প্রশিক্ষক হিসেবে ছিলেন মিডিয়া কনসালটেন্ট মনিরুল হাসান প্রমূখ।