রংপুর প্রংরতিনিধিঃ পুরের পীরগাছায় একটি ব্রিজ ধ্বসে পড়েছে। এতে মাহিগঞ্জ পাওটানা রুটে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয়রা জানায়, আড়াইকুড়ি নদীর খনন কাজ করছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। নদীর একপাশে বেঁধে রেখে অন্য পাশে খনন কাজ চলছিল। শুক্রবার বিকালে একপাশের পানি ছেড়ে দেয়া হয় পানির তোড়ে রোববার রাতে ব্রিজটির একাংশ ধ্বসে যায়। ধ্বসে যাওযার সময় ব্রিজে লোকজন থাকলেও তারা প্রাণে বেঁচে যান। ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।