(নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ শহিদ) নোয়াখালী কবির হাট উপজেলা থেকে চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল ইসলাম পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোর্তাহীন বিল্লাহ এর তত্ত্বাবধানে কবিরহাট থানার অফসিার ইনর্চাজ জনাব রফিকুল ইসলাম এর নেতৃত্বে ইং ২৭/০৫/২০২৩ তারিখ কবিরহাট থানার এসআই (নিঃ) এস.এম. মাহবুবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন টহল ডিউটি করাকালে অদ্য ২৮/০৫/২০২৩ইং তারিখ রাত ০০. ৩০ ঘটিকায় কবিরহাট থানাধীন ০৭নং বাটইয়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ আল মদিনা গ্যাস পাম্পের সামনে পৌছাইলে কবিরহাট টু কোম্পানীগঞ্জ পাকা রাস্তার উত্তর পার্শ্বে একটি গোলাপী রংয়ের ছোট টিস্যু ব্যাগ রাস্তায় পড়ে থাকতে দেখিয়া সন্দেহ হয়। তাৎক্ষনিক উপস্থিত স্থানীয় লোকজন সহ ব্যাগটি সতর্কতার সাথে খুলিয়া দেখেন যে, পলিথিনে মোড়ানো অবস্থায় ০২টি সবুজ রংয়ের কার্তুজ, যাহার প্রতিটি গায়ে Rio GAME LOAD 30 SPAIN 7 লিখা এবং পিছনের অংশে *Rio AMMO*12 GA লিখা আছে এবং ০২টি কমলা রংয়ের কার্তুজ, যাহার প্রতিটির পিছনের অংশে হালকা মরিচাযুক্ত, যাহাতে 12 NOBEL 12 SPORT লিখা আছে। বর্ণিত ০৪ টি কার্তুজ গোলাপী রংয়ের ছোট টিস্যু ব্যাগের ভিতরে ছিল। উক্ত কার্তুজ সমূহ পরিত্যক্ত অবস্থায় পাইয়া উপস্থিত লোকজনের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করিয়া জব্দকৃত আলামত হেফাজতে নেন। উক্ত বিষয়ে তদন্ত অব্যাহত আছে।