দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (২৮ মে) সকালে উপজেলা পাবলিক হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া এবং সঞ্চালনায় ছিলেন, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ নূরুল হুদা খান, অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ ও সাবেক জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার।
আরো উপস্থিত ছিলেন, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান (মাস্টার), বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তাং, বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা কাজী শাজাহান ও বীর মুক্তিযোদ্ধা আলী উসমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, পল্লী সঞ্চয় বাংক কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম ভুঁইয়া, নির্বাচন কর্মকর্তা মোঃ হামিদ ইকবাল, সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, তথ্যসেবা কর্মকর্তা ইসরাত জাহান মিতু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ ও গণমাধ্যম কর্মী প্রমুখ।