দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নীলফামারীর জলঢাকায় চলমান দাখিল পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে এক পরীক্ষার্থীর ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শণিবার (২৭ মে) ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল (মাস্টার্স) মাদ্রাসা অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দন্ডিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলাম।
মাদ্রাসা সূত্রে জানা যায়,উপজেলার একমাত্র মাদ্রাসা কেন্দ্র ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল (মাস্টার্স) মাদ্রাসার দাখিল পরীক্ষা চলাকালে মাদ্রাসার একাডেমিক ভবন থেকে মূল পরীক্ষার্থী বামনা বামনী ইসলামীয়া দাখিল মাদ্রাসার নাইম ইসলামের হয়ে প্রক্সি পরীক্ষা দেন মুকুল ইসলাম। দন্ডিত পরীক্ষার্থী হল,নীলফামারী সদর দুহুলী সবুজপাড়া এলাকার জাহেদুল ইসলামের ছেলে। তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরীক্ষার্থী নাইম ইসলাম বামনা বামনী গ্রামের হযরত আলীর ছেলে। ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব বলেন, ১৯৯৩ থেকে এই কেন্দ্রে সুনামের সাথে পরীক্ষা সুষ্ঠুভাবে হয়ে আসছে। ২০২৩ সালের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় এই উপজেলার ২৮টি মাদ্রাসা অংশগ্রহন করেন। আজকে শেষ পরীক্ষা ইংরেজি প্রথম পত্র বামনা বামনী দাখিল মাদ্রাসার একটি ছেলে বদলী পরীক্ষায় অংশগ্রহন করায় বহিষ্কার ও সাজাপ্রাপ্ত হয়। এছাড়া শুরু থেকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা সহকারী প্রোগ্রামার রবিউল ইসলাম বিষয়টি জানি না বলে এড়িয়ে গেলেও ঘটনা বিষয়ে সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলাম বলেন,ট্যাগ অফিসারের ফোনে জানতে পেরে ঘটনাস্থলে যাই। এবং পরীক্ষা চলাকালিন অবস্থায় একজন বদলি পরীক্ষার্থী পাই। বদলী পরীক্ষার্থীকে প্রাথমিক ভাবে আইনের আওতায় এনে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ৩ (তিন) ধারা মতে ১ বছরের কারাদন্ড ও ৫ শত টাকা জরিমানা অনদায়ে ৭ (সাত) দিনের জেল দেয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version