মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:-

বরগুনার আমতলীতে মাদকাসক্ত পুত্র ফরহাদ (২৩) পুলিশে দিলেন পিতা মোঃ শাহজাহান এবং অপর মাদকাসক্ত রিমন (২৫) মাতা মোসাঃ আখিনুর বেগম। আজ সোমবার (২২ মে)ভ্রাম্যমান আদালতের বিচারক দিলেন তিন মাসের কারাদন্ড। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের খোন্তাকাটা এলাকায়।

 

জানা গেছে, ফরহাদ হেরোইন সেবনসহ মাদকাসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ায় পিতা মোঃ শাহজাহান পুত্রকে আজ সোমবার (২২মে) দুপুরে থানায় সোপর্দ করে। একই সময় একই এলাকার মৃত্যু আঃ বারেক মল্লিকের পুত্র রিমন মাদকাসক্ত হয়ে তার মাকে শারিরীকভাবে লাঞ্চিত করায় তার মা আখিনুর বেগম পুত্রকে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশে সোপর্দকৃত ওই দুই মাদকাসক্তদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম এর কাছে উভয়ই দোষ স্বীকার করায় তাদের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয় ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশে সোপর্দকৃত দুই মাদকাসক্তকে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version