যশোর জেলার মনিরামপুর উপজেলার হতদরিদ্র ও অসুস্থ্য শিক্ষার্থী তসলিমা খাতুনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৫ মনিরামপুর আসনের সম্ভাব্য প্রার্থী
আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলী।
আজ শনিবার (২০ মে) দুপুরে যশোর শহরে অবস্থিত সিটি প্লাজার অফিস রুমে শিক্ষার্থীর হাতে অনুদানের অর্থ তুলে দেন। তাসলিমা খাতুন মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের রোহিতা গ্রামের খন্দকার আমিনুর রহমানের মেয়ে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাস্টার ইমামুল হক ও খন্দকার ইকবাল হোসেন।
শিক্ষার্থী তাসলিমা খাতুন ও তার পিতা খন্দকার আমিনুর রহমান মানবিক সহায়তা পেয়ে এবং বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলীর অমায়িক ব্যবহারে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মানবিক সহায়তার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।